×

জাতীয়

করোনায় সুস্থতা ৯১ ভাগের বেশি, টিকা নিলেন সোয়া ৩২ লাখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৬:৪২ পিএম

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই উঠা নামার মধ্যে আছে। তবে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার অনেক আশাব্যাঞ্জক। আক্রান্ত রোগীদের মধ্যে ৯১ শতাংশের বেশিই সুস্থ হয়ে উঠেছেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১৬টি পরীক্ষাগারে ১৩ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৮৫ জন। ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার করোনা ভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট টিকা গ্রহীতার সংখ্যা ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন আর নারী ১১ লাখ ৪৫ হাজার ৯ জন। ৭৫৪ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেওয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি দেখা গেছে। আর গতকাল সারাদেশে ১ লাখ ১৬ হাজার ৩০০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ৬৯ হাজার ৬৩৫ জন পুরুষ ও ৪৬ হাজার ৬৬৫ জন নারী। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ২১ জনের মধ্যে। করোনার পরিস্থিতির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূণ্য ৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। দেশে এ পর্যন্ত ৪০ লাখ ৫৭ হাজার ৫৯৭টি নমুনা পরীক্ষায় ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন রোগী শনাক্ত হয়েছে। ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন সুস্থ হয়েছেন। মোট ৮ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩৩৬ জনই পুরুষ এবং ২ হাজার ৫৩ জন নারী। ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ষাটোর্ধ্ব ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ৪ জন ঢাকা ও ৪ জন চট্টগ্রাম বিভাগের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App