×

সারাদেশ

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৪ পিএম

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

ফাইল ছবি।

পৌরসভা নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে নির্বাচনী সহিংসতার বলি হলো ছোটন অধিকারী নামে এক সমর্থক। রবিবার দুপুর সাড়ে ১২টার পর নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সৈয়দপুর মহিলা কলেজে ৫ নম্বর কেন্দ্রে নির্বাচন চলাকালে দুজন কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সহিংসতায় ছোটন (৪০) নামে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কাউন্সিল প্রার্থীসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এতে ওই কেন্দ্রে বেশ উত্তেজনার সৃষ্টি হলে ভোটাররা ভীত হয়ে পড়েন।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোট চলাকালে সৈয়দপুর মহিলা কলেজের ৫ নম্বর কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল থেকেই বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছিল। হঠাৎ দুপুরের দিকে সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন গুরুতর আহত হন। তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এসময় আহত আরও ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের সরিয়ে দেয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, সংঘর্ষের ঘটনায় ছোটন নামে একজন মারা গেছে। আরও কয়েকজন আহত হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে । একটু উত্তেজনা ছড়ালেও পরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App