×

খেলা

রোনালদোর গোলের পরও জিততে পারেনি জুভেন্টাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:১২ এএম

রোনালদোর গোলের পরও জিততে পারেনি জুভেন্টাস

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলও জুভেন্টাসের জয় নিশ্চিত করতে পারেনি।

চলতি মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন নিজের চিরচেনা ফর্মে। তরুণ ফুটবলারদের মতই তার পারফর্ম্যান্স। যখনই দল বিপদে পড়ে তখনই ত্রানকর্তা হিসেবে আবির্ভুত হন পর্তুগিজ তারকা। কিন্তু শনিবার রাতের খেলায় ঘটল ব্যতিক্রম। হেলাস ভেরোনার বিপক্ষে গোল করেও জুভেন্টাসকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি তিনি। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

হেলাস ভেরোনার মাথে পাওলো দিবালা ও আলভারো মোরাতাদের ছাড়াই খেলতে নেমেছিল জুভেন্টাস। আন্দ্রেয়া প্রিলোর শিষ্যরা ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই পায়নি। গোল পায়নি স্বাগতিক ভেরোনাও। বিরতি থেকে ফিরে ক্রিশ্চিয়ানো রোনালদোই জুভেন্টাসকে এগিয়ে নেন। ৪৯তম মিনিটে ফ্রেদেরিকো চিয়েসার পাস ধরে গোলটি করেন তিনি। এবারের লিগে রোনালদোর এটি ১৯তম গোল। যা সর্বোচ্চ।

ভেরোনা সমতাসূচক একমাত্র গোলটি পায় ম্যাচের ৭৭তম মিনিটে। অ্যান্তোনিন বারাক এই গোলের নায়ক। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র দিয়েই শেষ হয় ম্যাচ। এ ড্রয়ের ফলে ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে জুভরা। ২৪ ম্যাচে ভেরোনার পয়েন্ট ৩৫,টেবিলে তাদের অবস্থান নয় নম্বরে। শীর্ষে আছে ইন্টার মিলান। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App