×

সারাদেশ

মধুখালি উপজেলা পরিষদে আ.লীগ প্রার্থীর জয় 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৬ পিএম

মধুখালি উপজেলা পরিষদে আ.লীগ প্রার্থীর জয় 
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে রবিবার (২৮ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোট গ্রহণে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. শহিদুল ইসলাম ২১ হাজার ৫৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৭৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান মোল্লা (আনারস) পেয়েছেন ১৬ হাজার ২৩৭ ভোট। এ নির্বাচনে  বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. গোলাম মনসুর নান্নু ১৪ হাজার ৫২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৯২৭ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৮ হাজার ৬৩৩ জন। এ নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন। মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুল ইসলাম জানান, উপজেলার সকল কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।  প্রাপ্ত তথ্য অনুযায়ী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৩৭ হাজার ৭৭৮ ভোট, মো. আজিজুর রহমান মোল্লা পেয়েছেন ১৬ হাজার ২৩৭, অ্যাড.  গোলাম মনসুর নান্নু ১৪ হাজার ০৫২ ভোট ও আলী আহম্মদ পেয়েছেন ৫৬৬ ভোট। উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মীর্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে পদটি শূন্য হয়। রবিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App