×

পুরনো খবর

ভোটকেন্দ্রেই ভোটারের হার্ট অ্যাটাক, মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৭ পিএম

পৌরসভা ভোটের পঞ্চম ও শেষ ধাপের নির্বাচনের সঙ্গে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার পদে ভোট দিতে গিয়ে বুথেই হার্ট অ্যাটাকে মারা গেলেন খোরশেদ আলম (৬৫) নামে একজন বয়ষ্ক ভোটার। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ভোট দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

খোরশেদ আলম একই এলাকার লুদুয়া দক্ষিণ পাড়া এলাকার জুলফিকার সাহেবের বাড়ির আবদুল কাদেরের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ওই ওয়ার্ডের লুদুয়া কলাবড়িয়া ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে খোরশেদ আলম মারা যান। ভোট কেন্দ্রে  গিয়েই বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তার হার্ট এ্যাটাক হয়। একপর্যায়ে ভোটকেন্দ্রের বুথেই তিনি মারা যান।

সস্প্রতি কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসদুর রহমান প্রকাশ মুছা মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়। রবিবার  ওই পদে উপ-নির্বাচনে ভোগগ্রহণ হচ্ছে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App