×

সারাদেশ

ভাসানচরে যাচ্ছে ওআইসি’র প্রতিনিধি দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩ এএম

ভাসানচর পরিদর্শনে আজ যাচ্ছে ওআইসি'র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার (২৮ ফেব্রুয়ারি) ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে এ প্রতিনিধি দলটির হেলিকপ্টার যোগে ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।

ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপ-প্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির এ তথ্য জানিয়েছেন।

আনোয়ারুল কবির জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একজন সহকারী মহাসচিবের নেতৃত্বে ওআইসির একটি প্রতিনিধি দল রবিবার সেখানে পরিদর্শন করবেন। এসময় কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

গত ৪ ও ২৯ ডিসেম্বর তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এরপর ২৯ জানুয়ারি তৃতীয় ধাপের প্রথম অংশে এক হাজার ৭৭৮ জন এবং ৩০ জানুয়ারি দ্বিতীয় অংশে এক হাজার ৪৬৩ জনকে ভাসানচরে নেওয়া হয় এবং চতুর্থ দফায় দুই দলে ৩ হাজার ২০ জন পৌঁছান। বর্তমানে ৯ হাজার ৭০৭ জন রোহিঙ্গা ভাসানচরে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App