×

সারাদেশ

নবজাতকের মাথা ছিঁড়ে রয়ে গেল গর্ভে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২ পিএম

নবজাতকের মাথা ছিঁড়ে রয়ে গেল গর্ভে

ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলায় এক আয়ার সহায়তায় প্রসব করাতে গিয়ে অনাগত সন্তান দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবজাতকের দেহ থেকে বিছিন্ন হয়ে মায়ের গর্ভে রয়ে গেছে মাথা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হলে প্রসূতি ওয়ার্ডের দায়িত্বরত কর্মীরা সবাই সরে পড়েন। ঘটনার শিকার আন্না খাতুন (২৬) শার্শা উপজেলার গাজীপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী।

আইয়ুব হোসেনের অভিযোগ, তার স্ত্রী পাঁচমাসের গর্ভবতী। শনিবার সকালে চিকিৎসক আল্ট্রাসনো পরীক্ষা করে গর্ভের সন্তান মারা গেছে বলে জানান।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবিকা গর্ভপাতের ওষুধ দেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে সন্তানের পা বেরিয়ে আসে। এ সময় আন্নার স্বজনরা চিকিৎসক, নার্সদের ডেকেও পাননি। পরে ওয়ার্ডের আয়া মোমেনা সন্তান প্রসব করানোর চেষ্টা করেন। একপর্যায়ে সন্তানের দেহ বেরিয়ে এলেও মাথা ছিন্ন হয়ে থেকে যায় প্রসূতির গর্ভে।

এ ব্যাপারে কথা বলতে ঘটনার সময় দায়িত্বরত চিকিৎসক তানজিলা ইয়াসমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ জানান, রোগীর গর্ভে ২০ সপ্তাহের মৃত বাচ্চা ছিল। তবে ঘটনার সময় ওয়ার্ডে চিকিৎসক এবং নার্স ছিল বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App