×

সারাদেশ

ধান চুরির জেরে সংঘর্ষে নিহত বৃদ্ধ, আহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪২ পিএম

ধান চুরির জেরে সংঘর্ষে নিহত বৃদ্ধ, আহত ১০

কোব্বাস আলী

রাজশাহীর মোহনপুরে মসজিদের ধান চুরির জের ধরে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের খয়রা মাটিকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই রাতেই প্রতিপক্ষের অস্ত্রের কোপে এক বৃদ্ধের মৃত্যু হয়।

নিহত ওই বৃদ্ধের নাম কোব্বাস আলী (৬০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। তবে আহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।

মৌগাছি ইউপি চেয়ারম্যান মো. আল আমিন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় মসজিদ থেকে কয়েকদিন আগে ২০ কেজি ধান চুরি হয়। এরপর গ্রামবাসী নিশ্চিত হন যে, নিহত কোব্বাস আলীর ভাগ্নে সাদ্দাম হোসেন (২০) ধানগুলো চুরি করেছেন। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি কোব্বাস আলীকে নিয়ে সালিশে বিষয়টির মীমাংসা করেন। কিন্তু মুসল্লিরা তা মেনে নেননি। এ নিয়ে কয়েকদিন ধরেই ওই গ্রামে উত্তেজনা চলছিল।

ইউপি চেয়ারম্যান জানান, ওই ঘটনার জের ধরে শনিবার রাত ৮টার দিকে এলাকার কয়েকজনের সঙ্গে নিহত কোব্বাস আলীর কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কোব্বাস আলী গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া এ ঘটনায় নিহত কোব্বাস আলীর দুই ছেলেও আহত হয়েছেন। সংঘর্ষে মুসল্লিদের পক্ষেরও চার-পাঁচজন আহত হন বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম ভোরের কাগজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজন পুলিশের নজদারিতে রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App