×

সারাদেশ

আজ রাত থেকে ২ মাস ইলিশ ধরা বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৫ পিএম

ইলিশ রক্ষায় আগামী মার্চ ও এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ থাকবে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এ ঘাষণা কার্যকর হবে। এই দুই মাস জেলেদের ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, আগামী দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধসহ জাটকা ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। এই আইন অমান্য করলে নৌ পুলিশ, জেলা পুলিশ, কোস্টগার্ড ও জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, আমরা প্রথম কিস্তিতে ৪০ হাজার ৫টি মৎস্যজীবী পরিবারের জন্য দুই মাসের প্রতি মাসে ৪০ কেজি হিসাবে মোট ৩২ লাখ ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছি। গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৮ হাজার ৫টি মৎস্যজীবী পরিবারের জন্য ৩০ লাখ ৪০ হাজার ৪০ মেট্রিক টন। এই চাল চাঁদপুর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনের মাধ্যমে পৌঁছানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App