রাশিয়া ও ইরানে ৩৭৩টি অ্যাকাউন্ট বন্ধ করেছে মাইক্রোবøগিং সাইট টুইটার। অভ্যন্তরীণ নীতিমালা ভঙ্গের অভিযোগে একযোগে এসব অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি অভিযুক্ত অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। টুইটারের বিবৃতিতে বলা হয়, নীতিমালা ভঙ্গ করায় ইরান থেকে পরিচালিত ২৩৮টি অ্যাকাউন্ট এবং রাশিয়া থেকে পরিচালিত ১০০টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। বাকি বন্ধ করা অ্যাকাউন্টগুলো আর্মেনিয়া থেকে পরিচালিত হয়ে আসছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।