×

শিক্ষা

শাবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৩ পিএম

শাবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা বের করা হয়। ছবি: ভোরের কাগজ

শাবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

'নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান' স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে একাডেমিক ভবন সি এর সামনে এসে শেষ হয়। পরিসংখ্যান বিভাগের উদ্যোগে এবারই প্রথম দিবসটি পালন করা হচ্ছে।

পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. সাবিনা ইসলাম'র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রহমত আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে বহির্বিশ্বের সঙ্গে মানসম্মত তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ পালিত হয়ে আসছে। পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব। তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App