×

সারাদেশ

পুলিশি বাধার মুখে খুলনায় বিএনপির মহাসমাবেশ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৪ পিএম

পুলিশি বাধার মুখে খুলনায় বিএনপির মহাসমাবেশ শুরু
পুলিশি বাধার মুখে খুলনায় বিএনপির মহাসমাবেশ শুরু
পুলিশি বাধার মুখে খুলনায় বিএনপির মহাসমাবেশ শুরু
পুলিশি বাধার মুখে খুলনায় বিএনপির মহাসমাবেশ শুরু
পুলিশি বাধার মুখে খুলনায় বিএনপির মহাসমাবেশ শুরু
পুলিশি বাধার মুখে খুলনায় বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। মহাসমাবেশ করার জন্য কে ডি ঘোষ সড়ক (মহারাজ সড়ক) ব্যবহারের অনুমতি না পেয়ে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করছেন দলটির নেতা-কর্মীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নগরীর কে ডি ঘোষ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় ও তার আশেপাশে বিপুল পরিমান আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সমাবেশস্থলে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের ওই ব্যারিকেড ভেদ করে নেতা–কর্মীরা কেউ কার্যালয়ের দিকে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির। এরই মধ্যে পুলিশি ব্যারিকেড ভেঙে প্রায় ১০ হাজার নেতাকর্মীর একটি মিছিল শনিবার বেলা সাড়ে ১২টায় সমাবেশস্থলে পৌঁছায়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম)। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চোধুরী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল সিটির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App