×

জাতীয়

ড. কামালকে বাদ দিয়ে গণফোরাম একাংশের নির্বাহী কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৯ পিএম

ড. কামালকে বাদ দিয়ে গণফোরাম একাংশের নির্বাহী কমিটি

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণফোরামের একাংশের নেতাকর্মীরা

ড. কামালকে বাদ দিয়ে গণফোরাম একাংশের নির্বাহী কমিটি

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণফোরামের একাংশের নেতাকর্মীরা

দলের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে বাদ দিয়ে গণফোরামের জাতীয় নির্বাহী কমিটি গঠন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে অধ্যাপক আবু সাইয়িদকে আহ্বায়ক এবং ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার ড. কামাল হোসেন সংবাদমাধ্যমে বিবৃতি দেন, শনিবার গণফোরামের কোনও বর্ধিত সভা নেই।

সংবাদ সম্মেলনে সংগঠনের একাংশের নেতাকর্মীরা আগামী ২৮-২৯ মে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দেন। একইসঙ্গে আগামী কাউন্সিল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ২১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটিও গঠন করেন।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের মৌওলানা আকরাম খাঁ হলে গণফোরামের ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে অধ্যাপক ড. আবু সাইয়িদ এর সভাপতিত্বে গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

একাংশের নেতা লতিফুল বারী জানান, সারাদেশের ৫৬ জেলা থেকে ২৮১ জন প্রতিনিধি বর্ধিত সভায় অংশ নিয়েছেন।

স্টিয়ারিং কমিটিতে নাম রাখার বিষয়ে মোকাব্বির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তো এই কমিটিতে থাকবো না। এ ধরনের কমিটি নিয়মবহির্ভূত শৃঙ্খলাপরিপন্থী ও অগণতান্ত্রিক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App