×

সারাদেশ

‘আন্দোলনের মাধ্যমেই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৪ পিএম

‘আন্দোলনের মাধ্যমেই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে’
দাবি করে কোন লাভ নেই, রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে বলে খুলনায় মহাসমাবেশে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) মহানগরীর কে ডি ঘোষ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে এ মন্তব্য করেন দলটির কেন্দ্রিীয নেতারা। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নগরীর কে ডি ঘোষ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় ও তার আশেপাশে বিপুল পরিমান আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সমাবেশস্থলে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের ওই ব্যারিকেড ভেদ করে নেতা–কর্মীরা কেউ কার্যালয়ের দিকে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির। এরই মধ্যে পুলিশি ব্যারিকেড ভেঙে প্রায় ১০ হাজার নেতাকর্মীর একটি মিছিল শনিবার বেলা সাড়ে ১২টায় সমাবেশস্থলে পৌঁছায়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম)। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চোধুরী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল সিটির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App