ঘর মানেই শান্তির জায়গা। মন যাযাবর হতেই পারে। সারা বিশ্বে বেড়ানোর ইচ্ছে থাকতেই পারে। কিন্তু পরিযায়ী পাখিরাও দিনান্তে নিশ্চিন্তে নীড়ের আশ্রয়ে ফিরে যায়। মানুষের ক্ষেত্রেও এ নিয়মের ব্যতয় ঘটে না। নিশ্চিন্তের এই ঠিকানাই মনের মতো করে সাজিয়ে তোলেন। তবে চোখের আরামের জন্য দেখার সৌন্দর্য যতটা প্রয়োজন, ততটাই প্রয়োজন সুবাস। ঘরে ঢুকেই যদি সুন্দর একটা গন্ধ নাকে আসে তাহলে শুরুতেই মন ভাল হয়ে যেতে বাধ্য। তাই না?
কৃত্রিম উপায়ে ঘরে সুগন্ধ ছড়িয়ে দেওয়াই যায়। কিন্তু তাতে মন ভরে কি? তবে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করেই আবাসস্থলের অন্দরে সুন্দর গন্ধ ছড়িয়ে দিতে পারেন।
১) সুগন্ধ ছড়ানোর আগে বাড়ির দুর্গন্ধ দূর করা প্রয়োজন। এর জন্য কী করতে হবে? নিয়মিত বাড়ির ডাস্টবিন পরিষ্কার করতে হবে।
২) বাড়ির একপাশে সুগন্ধী মোমবাতি রেখে দিতে পারেন। চাইলে ছোট্ট একটি কাঁচের বাটিতে খানিকটা জল দিয়ে তাতে ভাসিয়ে মোমবাতিটি রাখতে পারেন। এতে সুগন্ধও ছড়াবে, আর ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। চাইলে সুগন্ধযুক্ত ধূপকাঠিও ধরিয়ে রাখতে পারেন। তাতেও সারা ঘরে সুন্দর আবহ তৈরি হবে।
৩) শুকনো ফুলের পাপড়ি ব্যবহার করতে পারেন। যে কোনও ঘর সাজানোর সামগ্রী বিক্রির দোকানে তা পেতে পারেন।
৪) অনেকের বাড়িতে কার্পেট ও পাপোশ রাখা থাকে। এই জিনিসগুলি ময়লা ও দুর্গন্ধের আঁতুরঘর বলা যেতে পারে। তাই সবসময় এগুলি পরিষ্কার রাখা প্রয়োজন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।