×

আন্তর্জাতিক

সিরিয়ায় বাইডেনের বিমান হামলা, ১৭ ইরান সমর্থিত সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩২ পিএম

সিরিয়ায় বাইডেনের বিমান হামলা, ১৭ ইরান সমর্থিত সেনা নিহত

হামলায় বিধ্বস্ত ভবন

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, যে স্থাপনায় হামলা চালানো হয়েছে সেটি ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর স্থাপনা। যারা নিহত হয়েছেন তারা ইরান সমর্থিত যোদ্ধা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন অফিস।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত ১৭ জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর স্থাপনায় হামলার জেরে বদলা হিসেবে এই হামলা বলে পেন্টাগন জানিয়েছে।

মার্কিন মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের মার্কিন বাহিনী পূর্ব সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইরাকে মার্কিন ও জোট কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এএফপি'কে জানিয়েছে, হামলায় ১৭ জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App