×

জাতীয়

কারাগারে মারা গেলেন লেখক মুসতাক আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০ এএম

কারাগারে মারা গেলেন লেখক মুসতাক আহমেদ

মুশতাক আহমেদ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার অনলাইন অ্যাকটিভিষ্ট ও লেখক মুসতাক আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগারে ৫৩ বছর বয়সে মারা যান তিনি।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মুসতাক আহমেদ। এসময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুসতাকের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা নং ০২(০৫) ২০২০ ধারা ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১১/২৫(১)(খ)/৩১/৩৫ রুজু ছিল। ২০২০ সালের আগস্ট মাস থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

নয় মাস আগে ফেইসবুকে সরকার বিরোধী পোষ্ট দেয়ার অভিযোগে ওই মামলায় গ্রেপ্তার হন মুসতাক আহমেদ, কার্টুনিস্ট কিশোরসহ কয়েকজন। লেখক-ব্যবসায়ী মুসতাককে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর নয় মাস ধরে কারারুদ্ধ ছিলেন তিনি ও কিশোর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App