×

জাতীয়

করোনার মধ্যে প্রথম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৭ পিএম

দেশে করোনা মহামারী শুরুর পর প্রথমবারের মতো কোনো বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসছে সরকারি চাকরিপ্রত্যাশীরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা হতে যাচ্ছে। বিশেষ এ বিসিএসে কেবল চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা জানান, নির্ধারিত কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা হবে।পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। কোন শিক্ষার্থী মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগ দিতে গতবছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App