খুলনা জেলায় ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা জেলার ১৮টি সড়কে পরিবহন চলাচল বন্ধ থাকবে।
বিএনপির নেতাদের অভিযোগ, শনিবার খুলনায় বিএনপির সমাবেশের কর্মসূচি রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে করে অন্য জেলার নেতাকর্মীরা সমাবেশে যেতে না পারেন, সেজন্যই পরিবহন বন্ধ রাখা হচ্ছে।
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেজন্য এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ থাকলেও সমাবেশ হবে।
জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দেশের ছয় সিটিতে গত নির্বাচনের মেয়র প্রার্থীদের নেতৃত্বে বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।