×

খেলা

ভারতের জিততে প্রয়োজন ৪৯ রান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৮ পিএম

ভারতের জিততে প্রয়োজন ৪৯ রান

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষোলতম বোলার হিসেবে চারশ উইকেট শিকার করে উড়ছেন অশ্বিন

আহমেদাবাদের মটেরায় তৃতীয় টেস্ট ম্যাচে ভারতকে মাত্র ৪৯ রানের টার্গেট দিতে সমর্থ হয়েছে ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে গুটিয়ে গেছে তারা। আর এর মাধ্যমে ভারতের বিপক্ষে নিজেদের টেস্টের ইতিহাসে এই প্রথমবার কোন ইনিংসে ১০০ রান এর নিচে আউট হলো। এর আগে ভারতের বিপক্ষে এক ইনিংসে তাদের সর্বনিম্ন রান ছিল ১০১। যেটি ১৯৭১ সালে ওভাল মাঠে হয়েছিল।

ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে গুড়িয়ে দেন দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর ৫টি আর অশ্বিন ৪টি উইকেট শিকার করেন। এই ৪টি উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষোলতম বোলার হিসেবে আজ চারশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

মটেরায় চলমান এই স্টেডিয়ামে ৬টি উইকেট প্রয়োজন ছিল অশ্বিনের। ম্যাচটির প্রথম ইনিংসে ৩টি উইকেট শিকার করেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট শিকার করার সঙ্গে সঙ্গে ৪০০ উইকেট পূর্ণ হয় তার। তার ৪০০তম শিকারটি হলেন জোফরা আরচার।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন বেন স্টোকস। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক জো রুট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App