×

জাতীয়

টিকা নিলেন আরও ১ লাখ ৮১ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৭ পিএম

দেশে করোনার টিকা নিলেন আরও ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। দেশব্যাপী গণটিকাদান কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ফেব্রুারি) ১৬তম দিনে তারা টিকা গ্রহণ করেন। এদের মধ্যে মাত্র ২৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ দিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট টিকা নিতে নিবন্ধন করেছেন ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন।

এখন পর্যন্ত টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৬৯৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন ‍বুধবার টিকা নিয়েছেন, ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। শুরু থেকে টিকাগ্রহণের সংখ্যা কম থাকলেও গত সপ্তাহে তা বেড়ে গড়ে প্রতিদিন সোয়া দুই লাখ মানুষ টিকা নেন। তবে ছয় দিন পর গত মঙ্গলবার থেকে তা দুই লাখের নিচে নেমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App