×

শিক্ষা

পরীক্ষা স্থগিতে শাহবাগে বিক্ষোভ, আটক ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৪ এএম

পরীক্ষা স্থগিতে শাহবাগে বিক্ষোভ, আটক ১৫

পরীক্ষার দাবিতে বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে। ছবি: শাহাদাত হোসেন।

পরীক্ষা স্থগিতে শাহবাগে বিক্ষোভ, আটক ১৫

ঢাবি অধিভূক্ত সাত কলেজের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের এ বৈষম্য মেনে নিচ্ছে না শিক্ষার্থীরা। ছবি: শাহাদাত হোসেন।

পরীক্ষা স্থগিতে শাহবাগে বিক্ষোভ, আটক ১৫

পুলিশি নজরদারিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ছবি: শাহাদাত হোসেন।

পরীক্ষা স্থগিতে শাহবাগে বিক্ষোভ, আটক ১৫

প্রতিবাদে অংশ নেওয়া এক শিক্ষার্থীদে আটক করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: শাহাদাত হোসেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় ১৫ শিক্ষার্থীকে আটক করা করা হয়েছে।

[caption id="attachment_267551" align="alignnone" width="1072"] প্রতিবাদে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: শাহাদাত হোসেন।[/caption]

বৃহস্পতিবার সকালে তারা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শিক্ষার্থীরা জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে।

[caption id="attachment_267535" align="alignnone" width="1280"] ঢাবি অধিভূক্ত সাত কলেজের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের এ বৈষম্য মেনে নিচ্ছে না শিক্ষার্থীরা। ছবি: শাহাদাত হোসেন।[/caption] শিক্ষা মন্ত্রণালয়ের হঠাৎ সিদ্ধান্তের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু হবে। [caption id="attachment_267537" align="alignnone" width="1280"] পুলিশি নজরদারিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ছবি: শাহাদাত হোসেন।[/caption] বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ. তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে সংশোধিত সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। দ্রুত জানিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App