ভয়ঙ্কর মাস্তান চরিত্রে অভিনয় করলেন মোশাররফ করিম। ‘রাজা মাস্তান’ নামক একটি নাটকে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ আল জাবের। নাটকে মোশাররফের সঙ্গে রয়েছেন অভিনেত্রী নাদিয়া।
মাসুদ আল জাবের বলেন, ‘এখন একটা প্যাটার্নের কাজের ট্রেন্ড চলছে আমাদের শোবিজে। চেষ্টা করেছি সেই আমেজ থেকে দর্শককে একটু ভিন্ন দিকে নিয়ে যেতে। সেজন্যই থ্রিলার গল্প বেছে নিয়েছি আমার ফিকশনটির জন্য। মোশাররফ করিমও সচরাচর এ ধরনের চরিত্রে কাজ করেন না। আশা করছি তার ভক্তরা উপভোগ করবেন রাজা মাস্তানকে। চমৎকার অভিনয় করেছেন তিনি নাটকটিতে।’
পরিচালক জানান, ফাহিম ইসলাম নিবেদিত এ নাটকটি ২৭ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।