স্প্যানিশ লা লিগায় এলচির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে বার্সা।
ম্যাচটিতে দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। অপর গোলটি করেছেন জর্দি আলবা। জোড়া গোল করে এখন লা লিগায় মেসির গোল ১৮টি। তিনি গোল করার দিক দিয়ে এখন শীর্ষে আছেন। যদিও ম্যাচের প্রথমার্ধে তারা কোন গোল করতে পারেনি। সবগুলো গোলের দেখা পেয়েছে দ্বিতীয়ার্ধে।
এই ম্যাচটিতে বার্সা এলচিকে কোন গোল করতে দেয়নি। ফলে এ নিয়ে লা লিগায় তারা টানা ১০টি ম্যাচে এলচিকে কোন গোল তুলে নিতে দেয়নি। এই ম্যাচটির আগে টানা নয় ম্যাচে বার্সা এলচিকে কোন গোল করতে না দেয়ার মাধ্যমে নিজেদের ক্লাবের ইতিহাসে কোন প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সংখ্যক ম্যাচে গোল হজম না করার কীর্তি দেখিয়েছিল। এবার এই সংখ্যাকে আরো বাড়াল তারা।।মানে ভালোকে আরো ভালো করল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।