×

শিক্ষা

সাত কলেজের পরীক্ষা স্থগিত হয়নি: ঢাবি উপাচার্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘গতকালের মিটিংয়ে সাত কলেজের পরীক্ষা স্থগিত করার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিটি কেবল পরীক্ষা স্থগিতের সুপারিশ করেছে। সুপারিশকৃত ফাইলটি আমার কাছে এখনো এসে পৌঁছায়নি। বিষয়টি আমি দেখছি।’

জানা যায়, পরীক্ষা স্থগিত করার বিষয়ে আজ বুধবার এক জরুরি সভার আহবান শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য এক জরুরি সভা আহবান করা হয়েছে। সাত কলেজের পরীক্ষার বিষয়ে আজ সন্ধ্যায় সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাস্তায় নেমে আন্দোলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর নীলক্ষেত-নিউমার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এরপর আজ বুধবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন তারা। সকাল নয়টায় শুর হওয়া এ অবরোধেল ফলে নীলক্ষেত-নিউমার্কেট সড়কসহ এর আশেপাশের অনেক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App