×

খেলা

সমালোচকদের চুপ করালেন শচীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৫ পিএম

সমালোচকদের চুপ করালেন শচীন

ছেলে অর্জুন টেন্ডুলকার ও বাবা শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

বাবা শচীন টেন্ডুলকারের কারণে ছেলে অর্জুন টেন্ডুলকার আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। অর্জুন টেন্ডুলকারকে আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান দলে নেওয়ার পরই এমন সব কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। ২০ লাখ টাকায় মুম্বাই তাকে দলে নিয়েছিল। এর আগে মুম্বাই দলে অর্জুন সুযোগ পাওয়ার পরও একই কথা শোনা গিয়েছিল। বাবা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। তাই অর্জুনের যাত্রাপথ মসৃণ হচ্ছে বলে দাবি ছিল অনেকের। তবে এতদিন পর্যন্ত শচীন টেন্ডুলকার কখনও এসব নিয়ে পাল্টা কিছু বলেননি। তবে এবার পরোক্ষভাবে সমালোচকদের বিঁধলেন তিনি।

স্বজনপ্রীতি শব্দটা অর্জুনের নামের সঙ্গে ব্যবহার করছিলেন অনেকে। শচীন টেন্ডুলকার তাদের জন্য পরোক্ষ জবাব দিলেন। বললেন, ''খেলার মাঠে একমাত্র একজন খেলোয়াড়ের পারফরম্যান্স দেখা হয়। এর বাইরে আর অন্য কোনও ব্যাপার প্রাধান্য পায় না। আমরা যখন ভারতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করতাম তখন কোথা থেকে আসছি, কার সঙ্গে সম্পর্ক আছে, দেশের কোন অংশ থেকে এসেছি, এসব কিছুই মাথায় থাকে না। ড্রেসিংরুমে প্রবেশ করার পর সবাই সমান। সেখানে পারফরম্যান্স ছাড়া আর কিছুই যাচাই করার ব্যাপার নেই।''

শচীন এদিন আরও বলেন, ''ড্রেসিংরুমে একজন ক্রীড়াবিদ স্রেফ ব্যক্তি। এমন ব্যক্তি যে টিমে যোগ দিতে চায়। তার জন্য তাকে পারফর্ম করতে হবে। আমি দেশের বিভিন্ন অংশে বহু শিক্ষকের সঙ্গে মেশার সুযোগ পাই। তাদের থেকে আমিও রোজ কিছু না কিছু শিখি। সেইসব শিক্ষা আমি বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি।''

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App