×

খেলা

ভারতীয় স্পিন ঘুর্ণিতে ধুঁকছে ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১১ পিএম

ভারতীয় স্পিন ঘুর্ণিতে ধুঁকছে ইংল্যান্ড

ইংলিশ ব্যাটসম্যানকে এলবির আবেদন করছেন ভারতের দলপতি বিরাট কোহলি

সংস্করণের পর আজ বুধবার প্রথম ইংল্যান্ড-ভারতের দিবারাত্রির টেস্ট দিয়ে অভিষেক হয়েছে আহমেদাবাদের মোটেরা স্টেডিয়ামের। উদ্বোধনের দিনই এর নতুন নামকরণ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। নতুন স্টেডিয়ামে খেলতে নেমে ইংলিশ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন ভারতের স্পিনাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১১ রান করেছে জো রুট বাহিনী। আক্সার প্যাটেল ৪টি ও রবিচন্দ্রন অশ্বিন ৩টি উইকেট নিয়েছেন।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দলীয় ২ রানের মাথায় শূন্য রানে ফিরে যান ডমিনিক সিবলি। শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টোও। এদের দুজনকেই শিকার করেছেন আক্সার প্যাটেল। ১৭ রান করতে না করতে অশ্বিনের বলে ফিরে যান জো রুটও। তার ইনিংসটিই ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। ৩৭ বলে এই ইনিংস খেলেন তিনি। ওপেনার জ্যাক ক্রাউলি করেন সর্বোচ্চ ৫৩ রান। ৮৪ বলে ১০ চারে এই ইনিংস সাজান তিনি।

বাকিদের কেউই কোনো প্রকার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। জফরা আর্চার ১১, বেন স্টোকস ৬, জ্যাক লিচ ৩ ও রান করেন। ভারতের হয়ে ৩৬ রান খরচায় ৪ উইকেট নেন আক্সার। ১৪ ওভারে অশ্বিন নেন ৩ উইকেট। শততম টেস্ট খেলতে নামা ইশান্ত শর্মাও এই ইনিংসে একটি উইকেট পান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩০৪তম উইকেট। ৫ রান নিয়ে বেন ফোকস ও ৩ রান নিয়ে স্টুয়ার্ট ব্রড অপরাজিত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App