×

খেলা

ব্যাকফুটে ইংল্যান্ড চালকের আসনে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৯ পিএম

ব্যাকফুটে ইংল্যান্ড চালকের আসনে ভারত

৫৭ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান রোহিত শর্মা

আহমেদাবাদে ভারতের বিপক্ষে গোলাপি বলে তৃতীয় টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে ইংল্যান্ড। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা সফরকারীরা স্বল্প রানে গুটিয়ে যায়। প্রথম দিন শেষে ভারত ১৩ রানে পিছিয়ে রয়েছে। ইংল্যান্ডের ১১২ রানের জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছে রোহিত শর্মারা।

আগামীকাল বৃহস্পতিবার ভারত দ্বিতীয় দিনে ফের ব্যাট করতে নামবে। প্রথম ইনিংসে ভারতীয় স্পিন বিষে ৬ ইংলিশ ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছার আগেই সাজঘরে ফিরেন। ওপেনার জ্যাক ক্রুলি ৮৪ বলে ৫৩ রান না করলে বড় লজ্জার মুখে পড়তে হতো ইংল্যান্ডকে। ক্রুলির পর দুই অংকের ঘরে পৌঁছেছেন জো রুট (১৭), বেন ফোকস ( ১২) এবং আর্চার (১১)। সংস্কারের পর আজ বুধবারই প্রথম ইংল্যান্ড-ভারতের দিবারাত্রির টেস্ট দিয়ে অভিষেক হয়েছে আহমেদাবাদের মোটেরা স্টেডিয়ামের।

উদ্বোধনের দিনই এর নতুন নাম রাখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। নতুন স্টেডিয়ামে খেলতে নেমে ইংলিশ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন ভারতের স্পিনাররা। প্রথম ইনিংসে ১১২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ব্যাটিং লাইনআপ। আক্ষর প্যাটেল একাই নিয়েছেন ৬ উইকেট। বুধবার ৮২ বলে ৫৭ রান নিয়ে রোহিত শর্মা আর ১ রানে অপরাজিত রয়েছেন আজাঙ্কা রায়হানে। এর আগে শূন্য রানে ফিরেছেন পূজারা, শুভমান গিল ১১ এবং বিরাট কোহলি ২৭ রানে প্যাভিলিয়নের ফেরেন।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এক লাখের কিছু বেশি দর্শক ধারণক্ষমতা নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়াম। সবচেয়ে বড় স্টেডিয়ামে গতকাল টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দলীয় ২ রানের মাথায় শূন্য রানে ফিরে যান ডমিনিক সিবলি। তাকে শিকারে পরিণত করেন শততম টেস্টে খেলতে নামা ইশান্ত শর্মা। পেসার হিসেবে শত টেস্ট খেলা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার তিনি। তার আগে কপিল দেব ভারতের হয়ে শতাধিক টেস্ট খেলেছেন।

ডমিনিক সিবলি আউট হওয়ার পর শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টোও। বেয়ারস্টোকে সাজঘরে পাঠান আক্সার প্যাটেল। ১৭ রান করতে না করতে অশি^নের বলে ফিরে যান জো রুটও। তার ইনিংসটিই ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। ৩৭ বলে এই ইনিংস খেলেন তিনি। ওপেনার জ্যাক ক্রুলি করেন সর্বোচ্চ ৫৩ রান। ৮৪ বলে ১০ চারে এ ইনিংস সাজান তিনি।

ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে বাকিদের কেউই কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। জফরা আর্চার ১১, বেন স্টোকস ৬ ও জ্যাক লিচ ৩ রান করেন। শেষ দিকে বেন ফোকস ১২ ও স্টুয়ার্ট ব্রড ৩ রান করেন। ভারতের হয়ে ৩৮ রান খরচায় ৬ উইকেট নেন আক্সার। ১৬ ওভারে অশি^ন নেন ৩ উইকেট। শততম টেস্ট খেলতে নামা ইশান্ত শর্মার টেস্ট উইকেটসংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৪-এ।

উল্লেখ্য, চার ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের ২২৭ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩১৭ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। এই ম্যাচে যে জিতবে, সেই দলই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে। আবার আহমেদাবাদ টেস্ট ড্র হলে সর্বশেষ ম্যাচটি পরিণত হবে অঘোষিত ফাইনালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App