×

খেলা

প্যাটেল-অশ্বিনের ঘূর্ণিতে গুড়িয়ে গেল ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৭ পিএম

প্যাটেল-অশ্বিনের ঘূর্ণিতে গুড়িয়ে গেল ইংল্যান্ড
সংস্কারের পর আজ বুধবার প্রথম ইংল্যান্ড-ভারতের দিবারাত্রির টেস্ট দিয়ে অভিষেক হয়েছে আহমেদাবাদের মোটেরা স্টেডিয়ামের। উদ্বোধনের দিনই এর নতুন নাম রাখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। নতুন স্টেডিয়ামে খেলতে নেমে ইংলিশ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন ভারতের স্পিনাররা। প্রথম ইনিংসে ১১২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ব্যাটিং লাইনআপ। আক্সার প্যাটেল একাই নিয়েছেন ৬ উইকেট। এখন ১১২ রানের জবাব দিচ্ছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৫ রান করেছে স্বাগতিক দল। ৫ রান নিয়ে রোহিত শর্মা আর শূন্য রান নিয়ে শুভমান গিল অপরাজিত আছেন। আজ টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দলীয় ২ রানের মাথায় শূন্য রানে ফিরে যান ডমিনিক সিবলি। তাকে শিকারে পরিণত করেন শততম টেস্টে খেলতে নামা ইশান্ত শর্মা। পেসার হিসেবে শত টেস্ট খেলা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার তিনি। তার আগে কপিল দেব ভারতের হয়ে শতাধিক টেস্ট খেলেছেন। ডমিনিক সিবলি আউট হওয়ার পর শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টোও। বেয়ারস্টোকে সাজঘরে পাঠান আক্সার প্যাটেল। ১৭ রান করতে না করতে অশ্বিনের বলে ফিরে যান জো রুটও। তার ইনিংসটিই ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। ৩৭ বলে এই ইনিংস খেলেন তিনি। ওপেনার জ্যাক ক্রাউলি করেন সর্বোচ্চ ৫৩ রান। ৮৪ বলে ১০ চারে এ ইনিংস সাজান তিনি। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে বাকিদের কেউই কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। জফরা আর্চার ১১, বেন স্টোকস ৬ ও জ্যাক লিচ ৩ রান করেন। শেষ দিকে বেন ফোকস ১২ ও স্টুয়ার্ট ব্রড ৩ রান করেন। ভারতের হয়ে ৩৮ রান খরচায় ৬ উইকেট নেন আক্সার। ১৬ ওভারে অশ্বিন নেন ৩ উইকেট। শততম টেস্ট খেলতে নামা ইশান্ত শর্মার টেস্ট উইকেটসংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৪-এ। উল্লেখ্য, চার ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের ২২৭ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩১৭ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। এই ম্যাচে যে জিতবে, সেই দলই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে। আবার আহমেদাবাদ টেস্ট ড্র হলে সর্বশেষ ম্যাচটি পরিণত হবে অঘোষিত ফাইনালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App