×

শিক্ষা

১৩ মার্চ খুলছে না ঢাবির হল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:১১ পিএম

১৩ মার্চ খুলছে না ঢাবির হল

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ছবি: ভোরের কাগজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাবির একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

[caption id="attachment_267156" align="aligncenter" width="640"] ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ছবি: ভোরের কাগজ।[/caption]

ড. আখতারুজ্জামান বলেন, ‘হলে ওঠার প্রস্তুতি নিতে দুই সপ্তাহ সময় লাগে। সেজন্য অনুষদ ও বিভাগ সমন্বয় করে ১৭ মে’র দুই সপ্তাহ পর থেকে এ কার্যক্রম চলবে। আগে ১৩ মার্চ পর্যন্ত যে রুটিন ছিল তা আর থাকছে না। একাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। ১৩ মার্চকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলোর ঘোষণা ছিল, সেগুলো থাকবে না।’

এর আগে ঢাবির একাডেমিক কাউন্সিল গত ৩১ জানুয়ারি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ থেকে হল খোলার সিদ্ধান্ত নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App