×

জাতীয়

রোজার আগেই লক্ষ্মীপুরে পাপুলের আসনে উপনির্বাচনের ভাবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২২ পিএম

রোজার আগেই লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন করে ফেলার সম্ভাবনা রয়েছে, রোজার পর নির্বাচন করতে গেলে যদি ৯০ দিন পার হয়ে যায় সে জন্য রোজার আগেই লক্ষীপুর-২ আসনের নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন ।

নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত শহিদ ইসলামের সাংসদ পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে গত সোমবার গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। যা ওই দিনই নির্বাচন কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য পাঠান হয়।

কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষীপুর-২ আসনটি গত ২৮ জানুয়ারী থেকে শুন্য ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করেছে সংসদ সচিবালয়। সে ক্ষত্রে ২৮ এপ্রিলের মধ্যে এ আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, সংসদ সচিবালয় থেকে তারা চিঠি পেয়েছেন। ওই আসনে নির্বাচনের বিষয়ে শিগগিরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সামনে যেহেতু রোজা আছে। রোজা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। রোজার সময় সাধারণত কোনো নির্বাচন দেওয়া হয় না। এটাও সম্ভবত দেওয়া হবে না। কমিশন না বসা পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো যাবে না। রোজার পর নির্বাচন করতে হলে যদি ৯০ দিন পার হয়ে যায়, সে ক্ষেত্রে রোজার আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন বসার পরেই জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App