×

জাতীয়

করোনার দ্বিতীয় ডোজ শুরু ৭ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৫ পিএম

করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। এছাড়া দুই ডোজ টিকা নিলেও বিদেশ যেতে কোভিডের সনদ লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আর বলেন, দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন ২৩ লাখ ৮০ হাজার জন। টিকা নিতে নিবন্ধন করেছেন ৩৬ লাখ জন।

তিন মাসের ব্যবধানে টিকা সবচেয়ে বেশি কার্যকর: লেনসেট

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। এরই মধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে দেশটি।

তিনি বলেন, এ মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা রয়েছে সেরামের থেকে তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে।

এদিকে লেনসেটের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাসের ব্যবধানে টিকা সবচেয়ে বেশি কার্যকর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App