×

সারাদেশ

আদালত চত্বরে বাদী পক্ষের উপর হামলা, শিশুসহ আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৭ পিএম

আদালত চত্বরে বাদী পক্ষের উপর হামলা, শিশুসহ আহত ৪
পঞ্চগড়ে আদালত চত্বরেই মারধরের শিকার হয়েছে এক মামলার বাদী পক্ষের তিন নারী ও এক শিশু। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনাটি ঘটে। আদালত চত্বরে তারা আহত অবস্থায় প্রায় আধাঁ ঘন্টা ধরে পড়ে থাকলেও কেউ তাদের হাসপাতালে নেয়নি। খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে ছবি ধারণ শুরু করলে কোর্ট পুলিশ দ্রুত এসে আদালত চত্বরে থাকা লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বানিয়াপাড়া এলাকার মকছেদুর রহমানের স্ত্রী আজিমা খাতুন (২৮), তার প্রতিবন্ধী মেয়ে মারিয়া শেখ (৫) আজিমার মা সকিনা বেগম (৫০) এবং খালা আরজিনা বেগম (৪৫)। আদালতে তাদের করা এক মামলায় বিবাদী পক্ষের দুই জনের জামিন নামঞ্জুর করে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয়ে আদালত চত্বরেই বাদী পক্ষের ওই তিন নারী ও এক শিশুকে মারধর করে আসামি পক্ষের লোকজন। আহতরা নারীরা জানান, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বানিয়াপাড়া এলাকার মকছের রহমান ও প্রতিবেশী আজিরত ইসলামের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মকছেদুরের পরিবারের বেশ কয়েকজন আহত হন। ১০ ফেব্রুয়ারি মকছেদুর বাদী হয়ে আজিরতসহ ৮ জনের নামে আদালতে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিন আবেদন করলে আদালত আজিরত ও রয়েল নামের দুই আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামিদের জামিন মঞ্জুর করেন। আদালত প্রধান দুই আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয়ে উঠেন আসামি পক্ষের লোকজন। এ সময় আসামি পক্ষের আনোয়ার হোসেন, তার স্ত্রী শ্রুতি বেগম এবং তার বোন রুবিনা খাতুন বিরোধী পক্ষের তিন নারী ও এক শিশুকে মারধর করেন। এক পর্যায়ে আহত হয়ে তারা আদালত চত্বরে মাটিতে লুটিয়ে পড়লে। বেশ কিছু সময় পর আদালতে নিয়োজিত পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় পুলিশ আসামি পক্ষের রুবিনা খাতুন (৩৩) নামের এক নারীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। আহত নারী ও বাদী মকছেদুর রহমানের স্ত্রী আজিমা খাতুন বলেন, আজ মামলার শুনানি থাকায় আমরা আদালতে উপস্থিত ছিলাম। আদালত প্রধান দুই আসামির জামিন নামঞ্জুর করার পর যখন আমরা ভবন থেকে বের হচ্ছিলাম তখন তাদের পক্ষের আনোয়ার, তার স্ত্রী শ্রুতি ও তার বোন রুবিনা আমাদের টেনে হিচরে আদালত চত্বরে নিয়ে সবার সামনেই আমাদের মারধর করে। এমনকি আমার প্রতিবন্ধী মেয়েটিকেও ছাড়েনি তারা। আমরা চিৎকার করছিলাম কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পঞ্চগড় আদালতের পরিদর্শক মকবুল হোসেন বলেন, ঘটনার সাথে সাথেই আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি। একই সাথে এক নারীকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি পঞ্চগড় সদর থানা পুলিশকে জানিয়েছি এখন তারা আইনগত ব্যবস্থা নিবে। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ওই ঘটনায় এক নারী আটক রয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App