সিরাজগঞ্জের কোনাবাড়ীতে তেলবাহী ট্রাকের সঙ্গে বগুরা থেকে ময়মনসিংগামী বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বঙ্গবন্ধু পশ্চিম থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। তবে আট থেকে দশজন এখনও শঙ্কায় রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।