×

আন্তর্জাতিক

বিরল তুষারপাতের কবলে মধ্যপ্রাচ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৮ পিএম

বিরল তুষারপাতের কবলে মধ্যপ্রাচ্য

জেরুজালেম বিরল তুষারপাত/ছবি: সংগৃহীত

বিরল তুষারপাতের কবলে মধ্যপ্রাচ্য

শিশুদের তুষার নিয়ে খেলতেও দেখা গেছে

বিরল তুষারপাতের কবলে মধ্যপ্রাচ্য

আম্মানে একটি রাস্তায় জমে থাকা তুষার পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা

গেল কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হঠাৎ তুষারপাতের ঘটনা ঘটেছে৷ এমন সব অঞ্চলে তুষারপাত হয়েছে যেখানে সচরাচর এমনটা দেখা যায় না। গত বুধবার জেরুসালেমের বাসিন্দারা ঘুম থেকে জেগে দেখেন যে, চারপাশ তুষারে ঢেকে গেছে। রাতভর তুষারপাতের কারণে বরফাচ্ছাদিত ‘ডোম অব দ্য রক’ ও ‘ওয়েস্টার্ন ওয়াল’ দেখে তারা বিস্মিত। কারণ এমন অভিজ্ঞতা তো তাদের জন্য বিরল।

[caption id="attachment_267228" align="aligncenter" width="887"] শিশুদের তুষার নিয়ে খেলতেও দেখা গেছে[/caption]

মধ্যপ্রাচ্যে যেসব অঞ্চলে তুষারপাতের বিরল ঘটনা, সেখানেও এবার তুষার পড়েছে৷ লেবাননের দক্ষিণাঞ্চলের কেফার শুবা গ্রামে অনেক মানুষকে তুষারপাতের পর রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার করতে দেখা যাচ্ছে।

জেরুসালেম শহর একই সাথে তিনটি ধর্মের মানুষের জন্য তীর্থস্থান হিসেবে পরিচিত। শহরটিকে মুসলিম, ইহুদি ও খিস্ট্রান ধর্মাবলম্বীরা পবিত্র ধর্মীয় স্থান হিসেবে মানে। শহরটিতে ভোরে ওল্ড সিটির মূল ফটকের বাইরে শিশুরা তুষারখণ্ড দিয়ে একে অপরের দিকে ছুঁড়ে মারছে দেখা গেছে।

এদিকে জর্ডানের রাজধানী আম্মানে একটি রাস্তায় জমে থাকা তুষার পরিষ্কার-পরিচ্ছন্নতা করতেও দেখা গেছে। [caption id="attachment_267229" align="aligncenter" width="904"] আম্মানে একটি রাস্তায় জমে থাকা তুষার পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App