×

সম্পাদকীয়

খুনিদের আইনের আওতায় আনা হোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর ঘটনার দায়ভার কার? এই হত্যাকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। হত্যাকাণ্ডের পাঁচ দিন অতিবাহিত হতে চললেও খুনি কে সে রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মর্মান্তিক ও নির্মম ঘটনায় আমরা শোকাহত, ক্ষুব্ধ। জানা যায়, গত শুক্রবার বিকালে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাম্প্রতিক সময়ের নানা বক্তব্যের প্রতিবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চাপরাশিরহাটে এলে সেখানে অবস্থানকারী কাদের মির্জার অনুসারী চর ফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ১০-১২ রাউন্ড গুলিবর্ষণ করে। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন। আরো ছয়জন গুলিবিদ্ধসহ আহত হন অর্ধশতাধিক। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজাক্কির। তবে পুলিশ বলছে, দুপক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশের গুলিতে কেউ হতাহত হয়নি। যে কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটুক না কেন, এর রহস্য উন্মোচন করে খুনিদের কঠোর আইনের আওতায় এনে ত্বরিত বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বলা যায়, সাংবাদিক হত্যা-নির্যাতনের ঘটনা নতুন নয়। বিচারহীনতা অপরাধকে আরো উৎসাহিত করে। বছরের পর বছর চলে যায়। সাংবাদিক শামছুর রহমান, হুমায়ুন কবীর বালু, মানিক সাহার খুনিরা শাস্তি পায় না। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ এ রকম কত আলোচিত হত্যাকাণ্ডেরই বিচার ঝুলে রয়েছে। কত ঘাতক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আইন-আদালতের ভয় না থাকলেই তো খুনিরা পরিকল্পিতভাবে খুন করার সাহস পায়। তাই আজ মুজাক্কিরের ঘাতকদের শাস্তি দিতে না পারলে কাল সেই একইভাবে আরেকজনকে খুন হতে হবে এটা অভাবনীয় কিছু নয়! বলা বাহুল্য, বর্তমানে সাংবাদিকদের জীবন চরম অনিরাপদ। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকতায় নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। অবিলম্বে সুষ্ঠু তদন্তে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘাতকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই খুন করে যেন খুনিরা পার পেয়ে না যায়। প্রত্যেক মানুষ যেন স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পায়। অশান্ত হয়ে ওঠা কোম্পানীগঞ্জে বিবদমান দুপক্ষের অপরাজনীতির নির্মম বলি হয়েছেন তরুণ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। ওই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি সাংবাদিক হত্যা-নির্যাতনের সব মামলা দ্রæত নিষ্পত্তি করার জোরদার উদ্যোগ নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App