×

খেলা

মিলান ডার্বিতে ইন্টারের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫ এএম

মিলান ডার্বিতে ইন্টারের জয়

এক ছবিতে ইন্টারের দুই গোলদাতা মার্তিনেজ ও লুকাকো।

ইতালিয়ান সিরি আয় রবিবার রাতে এসি মিলানের মুখোমুখী হয় ইন্টার মিলান। এটি ছিল দু’দলের ১৭৪তম মিলান ডার্বি। যেখানে জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাওয়ায় সুযোগ ছিল এসি মিলানের সামনে। কিন্তু এসি মিলান সেই সু্যোগ কাজে লাগাতে পারেনি। ৩-০ গোলে ম্যাচ জিতেছে ইন্টার মিলান। মিলান ডার্বিতে ইন্টারের এটি ৬৭তম জয়।

এসি মিলানের মাঠ সান সিরোতে দু’দলই শক্তিশালী একাদশ নিয়ে নেমেছিল। ইন্টারের একাদশে যেমন লতারো মার্তিনেজ, ক্রিস্টিয়ান এরিকসেন ও রোমেলো লুকাকোরা ছিলেন তেমনি এসি মিলানের শুরুর একাদশে ছিলে ইব্রাহিমোভিচ, দোন্নারোমা ও আনতে রেভিচরা। সেরার লড়াইয়ে জিতেছে ইন্টার মিলান। পঞ্চম মিনিটে দলের হয়ে গোল করেন লতারো মার্তিনেজ।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৫৭তম মিনিটে। আর শেষ দিকে আরেকটি গোল করেন রোমেলু লুকাকো। তাতে লিগে টানা চার ম্যাচে জয় পেল ইন্টার মিলান।

অন্যদিকে ক্রোতোনির বিপক্ষে ৪-০ গোলে জেতার পর এসি মিলানের এটি টানা দ্বিতীয় হার। এ জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইন্টার। ৪৯ পয়েন্ট নিয়ে পরের স্থানটি এসি মিলানের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App