×

শিক্ষা

তালা ভেঙে ঢাবির শহীদুল্লাহ হলে ঢুকলেন শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৪ পিএম

তালা ভেঙে ঢাবির শহীদুল্লাহ হলে ঢুকলেন শিক্ষার্থীরা

শহীদুল্লাহ হল। ফাইল ছবি।

তালা ভেঙে ঢাবির শহীদুল্লাহ হলে ঢুকলেন শিক্ষার্থীরা

শহীদুল্লাহ হলের তালা ভেঙে ঢুকেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ।

তালা ভেঙে ঢাবির শহীদুল্লাহ হলে ঢুকলেন শিক্ষার্থীরা

এসময় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে উপস্থিত থাকতে দেখা যায়। ছবি: ভোরের কাগজ।

হল খুলে দেওয়ার দাবিতে তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এ সময় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে উপস্থিত থাকতে দেখা গেছে। অনেককেই তাদের কক্ষে গিয়ে উল্লাস করতে দেখা যায়। সরেজমিনে হলটিতে গিয়ে দেখা যায়, হলের প্রধান ফটক খোলা। শিক্ষার্থীরা তালা ভেঙেছেন। বেশকিছু শিক্ষার্থী হলের মাঠে জড়ো হয়েছেন। এছাড়া কয়েকজনকে তাদের জন্য বরাদ্দ করা কক্ষে অবস্থান করতেও দেখা যায়। এ বিষয়ে ঢাবির শহিদুল্লাহ হলের প্রাধ্যক্ষ সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘তালা ভাঙার ঘটনা ঘটেনি। সাধারণত শিক্ষার্থীরা তাদের জিনিসপত্র নিতে হলে আসে। আগে চার পাঁচ জন করে অসলেও আজ অনেকজন একসঙ্গে এসেছে। তারা তাদের জিনিপত্র নিতে হলে গেছে। আমি অনলাইন ক্লাসে ছিলাম। বিস্তারিত তেমন কিছু জানতে পারিনি। বিষয়টি নিয়ে আমি প্রক্টরের সঙ্গে কথা বলব।’ [caption id="attachment_266992" align="alignnone" width="720"] এসময় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে উপস্থিত থাকতে দেখা যায়। ছবি: ভোরের কাগজ।[/caption] তিনি আরও বলেন, ‘হলের কেয়ারটেকার আমায়া বলেছেন, শিক্ষার্থীরা তাদের জিনিপত্র নিয়েছেন। তারা কিছু ছবি তুলে চলে গেছেন।’ এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও সোমবার শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছেন। এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে প্রশাসনের দেওয়া নির্দেশনাকে প্রত্যাখ্যান করেছেন হলে ওঠা শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App