×

সারাদেশ

বরিশাল নৌ বন্দরে উপচে পড়া ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫০ পিএম

বরিশাল নৌ বন্দরে উপচে পড়া ভিড়

টানা তিনদিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য রোববার সন্ধ্যায় বরিশাল নৌ বন্দরে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

বরিশাল নৌ বন্দরে উপচে পড়া ভিড়

কোনো কোনো যাত্রী লঞ্চের বারান্দায় শুয়ে আছেন। কেউ কেউ লঞ্চে উঠার চেষ্টায় ব্যস্ত। ছবি: এম কে রানা।

টানা তিনদিনের ছুটি শেষে কর্মস্থলে ছুটছে মানুষ। বরিশাল নৌ বন্দরে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেক যাত্রী লঞ্চে আসন না পাওয়ায় কেবিনের সামনে চাদর বিছিয়ে বসে আছেন। এছাড়া অনেক যাত্রী পল্টুনে অবস্থান করছেন।

শুক্র-শনিবার সঙ্গে একুশে ফেব্রুয়ারির টানা তিনদিনের ছুটি শেষ হচ্ছে রোববার। গত বৃহস্পতিবার লম্বা ছুটি পেয়ে অনেকেই গ্রামের বাড়িতে যান। আগামীকাল কর্মস্থলে যোগ দিতে হবে এজন্য সবাই নৌ বন্দরে আসেন।

[caption id="attachment_266894" align="aligncenter" width="700"] অনেক যাত্রী লঞ্চের বারান্দায় শুয়ে আছেন। অনেকে আবার লঞ্চে উঠার চেষ্টায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবি: এম কে রানা।[/caption]

রোববার বরিশাল থেকে ৭টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে যাত্রীদের তুলনায় লঞ্চের সংখ্যা কম বলে জানা গেছে।

ঝালকাঠি থেকে আসা ব্যাংক কর্মকতা সোহের মাহামুদ বলেন, অনেকদিন পর তিনদিনের ছুটি পেয়ে স্বপরিবারে গ্রামে এসেছি। এখন পর্যন্ত কোনো লঞ্চে কেবিন সংগ্রহ করতে পারি নি। তাই লঞ্চের বারান্দায় বসেছি।

কুয়াকাটা লঞ্চের সুপারভাইজার জানান, কেবিন আরো এক সপ্তাহ আগে বুকিং হয়ে গেছে। এ কারণে কোনো লঞ্চেই কেবিন খালি নেই।

তিনি আরো জানান, চরমোনাই মাহফিলের কারণে আগামী ২৮ মার্চ পর্যন্ত যাত্রীদের এ চাপ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App