×

সারাদেশ

পাড়ায় পাড়ায় একুশের স্মৃতির শহীদ মিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৯ পিএম

পাড়ায় পাড়ায় একুশের স্মৃতির শহীদ মিনার

প্রচ্ছদ কুড়িগ্রামের সংস্কৃতি কর্মীরা গত ২ সপ্তাহ ধরে শহরের প্রতিটি পাড়া মহল্লা ও অলিতে গলিতে শিশু কিশোরদের সংগঠিত করে শহীদ মিনার নির্মাণে উদ্বুদ্ধ করেন।

পাড়ায় পাড়ায় একুশের স্মৃতির শহীদ মিনার

একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাঁশ, গাছের ডাল, কলাগাছ, কাঠ, পুরোনো পেপার, মাটি, ইট, পাথর, বালিসহ হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছে।

মহান একুশের চেতনা শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামে পাড়ায় মহল্লায় অস্থায়ী শহিদ মিনার নির্মাণের প্রতিযোগিতা মূলক এক ব্যতিক্রমী আয়োজন করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম। এ আয়োজন সফল করতে প্রচ্ছদ কুড়িগ্রামের সংস্কৃতি কর্মীরা গত ২ সপ্তাহ ধরে শহরের প্রতিটি পাড়া মহল্লা ও অলিতে গলিতে শিশু কিশোরদের সংগঠিত করে শহীদ মিনার নির্মাণে উদ্বুদ্ধ করেন।

শিশুরা মাতৃভাষা রক্ষায় জীবন দানকারী শহীদদের স্মরণে মহান একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাঁশ, গাছের ডাল, কলাগাছ, কাঠ, পুরোনো পেপার, মাটি, ইট, পাথর, বালিসহ হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করছে।

[caption id="attachment_266824" align="alignnone" width="1280"] একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাঁশ, গাছের ডাল, কলাগাছ, কাঠ, পুরোনো পেপার, মাটি, ইট, পাথর, বালিসহ হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছে।[/caption]

প্রচ্ছদ কুড়িগ্রামের সংগঠক ইমতে আহসান শিলু জানান, করোনা পরিস্থিতির কারণে সারা দেশের মতো কুড়িগ্রামেও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভাটা পড়ে ছিল, এখন পরিস্থিতি ধীরে ধীরে সচল হচ্ছে। এছাড়া এবারে শহিদ মিনারে ব্যাপক লোক সমাগমে নিষেধাজ্ঞা থাকায় এবং শিশু কিশোরদের উৎসাহিত করতে আমরা অভূতপূর্ব এ আয়োজনটি করেছি।

এ ব্যাপারে প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক জানান, একুশ আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা। বাংলা ও বাঙালির মহান একুশে উদযাপন উপলক্ষে এবং সবার মাঝে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে প্রথমবারের মতো প্রচ্ছদ কুড়িগ্রাম এ আয়োজন করছে। শিশু কিশোরদের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে আমরা পৌর এলাকার পাড়ায় মহল্লায় এ প্রতিযোগিতার আয়োজন করেছি।

আমাদের জানা মতে, দেশে এ ধরনের আয়োজন এটাই প্রথম। এ আয়োজনের মধ্যদিয়ে কোমলমতি শিশু কিশোরদের মাঝে একুশের চেতনায় বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটবে, মুক্তিযুদ্ধের চেতনাবোধে শিশুরা বেড়ে উঠবে। এ আয়োজনটি সকলের সহযোগিতায় প্রতি বছর অব্যাহত রাখার চেষ্টা করবো। সেই সাথে আমরা চাই এ উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়ুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App