কিশোরগঞ্জের ভৈরবে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০-১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ও ফজুলর রহমানের সমর্থদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।