শর্টগানের গুলিতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মৃত্যু হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক মো. বোরহান উদ্দিন মুজাক্কিরের। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহের ময়না তদন্ত শেষে একথা জানান কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ প্রদীপ বিশ্বাস।
তিনি জানান, তার মুখ, গলা, বুকে অসংখ্য ছিদ্র পাওয়া গেছে। এগুলো শর্টগানের ইনজুরি। শর্টগানের গুলিতে তার ফুসফুস ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণেই তার মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ নোয়াখালী গ্রামের বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।