×

শিক্ষা

হল খোলার দাবিতে শাবি শিক্ষার্থীদের অবস্থান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৫ পিএম

হল খোলার দাবিতে শাবি শিক্ষার্থীদের অবস্থান

ভিসি ভবনের সামনে শাবি শিক্ষার্থীদের অবস্থান/ছবি: সংগৃহীত

হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ায় ভিসি ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা হতে তারা এ অবস্থান কর্মসূচী শুরু করেন। হল বন্ধ রেখে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করতে যাচ্ছে শাবি প্রশাসন। ফলে, হলের বাইরে থেকে পরীক্ষা দিতে আসতে শিক্ষার্থীদের বিভিন্ন রকম ভোগান্তির শিকার হতে হবে। তাই হল খোলার দাবিতে এ অবস্থান কর্মসূচী নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী চলমান রয়েছে। এর আগে হল বন্ধ রেখে গত ১৭ জানুয়ারি হতে মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রথম ধাপের পরীক্ষা নেয় শাবি প্রশাসন। যেখানে প্রথম ধাপের পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App