×

আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, দুজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৭ পিএম

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, দুজন নিহত

শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে এক বিক্ষোভে পুলিশের রাবার বুলেটে আহত এক তরুণ

মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে পুলিশ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে এ ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। একটি স্বেচ্ছাসেবী জরুরি সেবা সংস্থার কর্মীরা শনিবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত তিনজন মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে জীবন দিলেন।

নগরীটির স্বেচ্ছাবেসী জরুরি সেবা সংস্থা ‘পারাহিতা ডারহি’র নেতা কো অং বলেন, মান্দালয়ের বিক্ষোভে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শনিবার মিয়ানমারের বেশ কয়েকটি শহরে সেনা শাসনের দ্রুত অবসানের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভকারীরা। তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিয়ানমার নেত্রী অং সান সু চিসহ আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দেন। এসব প্রতিবাদ বিক্ষোভে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরাসহ কবি, পরিবহন শ্রমিকরাও যোগ দেন।

মান্দালয় শহরের বিক্ষোভে পুলিশ কাঁদুনে গ্যাস ও গুলি ছোঁড়ে। এতে কিছু প্রতিবাদকারী গুলতি ছুড়ে জবাব দেয়। তবে পুলিশ তাজা গুলি ছুঁড়েছে না রবার বুলেট ব্যবহার করেছে প্রাথমিকভাবে তা পরিষ্কার নয়।

এর আগে গত ৯ ফ্রেব্রুয়ারির এক বিক্ষোভে রাজধানীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এক নারী। তিনি গত শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে নিয়ে এ পর্যন্ত তিনজন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে জীবন দিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App