×

জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর আগ্রহী বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৩ পিএম

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন । যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে তিনি এ আশাবাদ প্রকাশ করেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন যুক্তরাষ্ট্রে নব-নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক গ্রহণপত্রে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রে নব-নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান শক্তিশালী ও স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করতে এবং দু’দেশের অভিন্ন লক্ষ্যগুলো আরো এগিয়ে নিতে তার সরকারের আগ্রহ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র সরাসরি হস্তান্তরের প্রথাগত অনুষ্ঠানের আয়োজন করেনি।প্রেসিডেন্টের এই আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণ ‘কাগজভিত্তিক’ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App