×

জাতীয়

প্রথম ডোজের টিকা দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষণ নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৯ পিএম

প্রথম ডোজের টিকা দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষণ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ডোজের টিকা দান অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতে থাকবে টিকা নিবন্ধন কার্যক্রম। দেশে আরও টিকা আসা নিশ্চিত হওয়ার পর শনিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এই নির্দেশনা দেয়।

এর আগে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বাংলাদেশের হাতে ৭০ লাখ টিকা আছে। এই টিকা দুই ডোজ করে ৩৫ লাখ মানুষকে দেওয়া হবে। পরে বলা হয়, ৩৫ লাখ মানুষকে প্রথম ডোজ দেওয়া হবে এবং দ্বিতীয় ডোজের জন্য বাকি ৩৫ লাখ টিকা সংরক্ষণ করা হবে। তবে দেশে আরও টিকা আসা নিশ্চিত হওয়ায় করোনার টিকাদান পরিকল্পনায় সরকার কিছুটা পরিবর্তন এনেছে। বলা হচ্ছে, শুরুর ধাপে ৬০ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আজ  দ্বিতীয় ডোজের জন্য টিকা সংরক্ষণ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App