×

আন্তর্জাতিক

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩১ পিএম

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন/ ফাইল ছবি

ফের প্যারিস জলবায়ু চুক্তিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সাড়ে তিন মাস পর গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফেরা কার্যকর হলো। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দিনেই জলবায়ু চুক্তিতে ফেরার আদেশে স্বাক্ষর করেছিলেন। খবর: রয়টার্স ও গার্ডিয়ানের।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন রোধের লড়াই জোরদার এবং আগামী ত্রিশ বছর নাগাদ কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বাইডেন প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র। দেশটির এ পদক্ষেপকে বিভিন্ন দেশের কূটনীতিক ও বিজ্ঞানীরা স্বাগত জানিয়েছেন।

বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি যেন প্রাক শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়, তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার নিয়ে ২০১৫ সালে হওয়া প্যারিস চুক্তিতে প্রায় ২০০টি দেশ স্বাক্ষর করেছিল। ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। গত বছরের নভেম্বরে তার ওই সিদ্ধান্ত কার্যকর হয়। প্যারিস চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অন্যায্য’ চুক্তি হিসেবে অ্যাখ্যায়িত করেছিলেন ট্রাম্প।  তিনি বলেছিলেন, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু লাভবান হবে চীন-ভারত।

চুক্তিতে আনুষ্ঠানিকভাবে ফেরার দিন যুক্তরাষ্ট্রের জলবায়ু দূত জন কেরি বেশ কয়েকটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন। এসব অনুষ্ঠানে তার সঙ্গে যুক্তরাজ্য ও ইতালির রাষ্ট্রদূত এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে দেখা গেছে। এদিন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ট্রাম্প চুক্তি থেকে সরে যাওয়ার ফলে যে সময় নষ্ট হয়েছে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।

২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে কার্বন নিরপেক্ষ দেশে পরিণত করার পথ প্রস্তুতে বাইডেন দেশটির জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App