×

শিক্ষা

চার দফা দাবিতে জাবি উপাচার্যের বাসভবন ঘেরাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০ পিএম

চার দফা দাবিতে জাবি উপাচার্যের বাসভবন ঘেরাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ।

চার দফা দাবিতে জাবি উপাচার্যের বাসভবন ঘেরাও

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ।

চার দফা দাবি আদায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সাকল সাড়ে ১১টারা দিকে শিক্ষার্থীরা বাসভবন ঘেরাও করেন। এসময় তারা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন।

[caption id="attachment_266621" align="aligncenter" width="687"] উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ভোরের কাগজ।[/caption]

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো: 

১. আজকের মধ্যেই হল খুলতে হবে। ২. শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে। ৩. গেরুয়াতে স্থায়ী প্রচীর ও গেইট নিমাণ করতে হবে। ৪. আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।

এর আগে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদে মাইকের মাধ্যমে সবাইকে একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে আহত হন প্রায় ৪০ শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App