×

বিশেষ সংখ্যা

আমার একুশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫০ পিএম

আমার একুশ
ভাষান্তরীত এই আমি, বঙ্গীয় মাতার স্বরূপ খুঁজি আটলান্টিকের তীরে, এই দীর্ঘ প্রবাসে। কবিতার আদলে অ-আ-ক -খ’র অজর বুলিতে ভাষা আন্দোলনের পটভ‚মি রচি, একান্ত নিভৃতে। কুয়াশার হিম সরিয়ে, এখনো সূর্য দেইনি উঁকি। চলেছি প্রভাত ফেরির মিছিলে খালি পা’য়ে, পুষ্প হাতে; অহম বোধের প্রশান্তিতে অর্ধশত বছরের, ক্ষত-বিক্ষত করুণ কাহিনী। সে এক বিশুদ্ধ সংক্রামিত একক অনুভ‚তি, ২১শে ফেব্রুয়ারি। আমার ঐতিহ্য, অহংকার; সম্মিলিত বাঙ্গালীর বজ্র কণ্ঠস্বর : রাষ্ট্র ভাষা বাংলা চাই! চাই, চাই, চাই- আমি বাংলা ভাষায় হাসতে, কাঁদতে আর গাইতে চাই! নজরুল, লালন আর মধুসুদনের দেশে; সালাম, বরকত, রফিকের রক্তে রঞ্জিত পদ্মা, মেঘনার পাদদেশে; হতবাক বিশ্ব জেনেছে আজ, এক যে জাতি বাঙ্গালী রক্তে কিনেছে ভাষা; এতটুকু তারা দেয়নি তো ছাড়!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App