চেতনার রঙ যদি সবচেয়ে উজ্জ্বল গাঢ়
কীভাবে বলছো তুমি
মানুষের প্রতিকৃতি মানুষ বানায়?
আমরা যে প্রতিকৃতি দেখি আকাশ-প্রমাণ
হৃদয়ের বহ্নিমান আলো
বাইরে তা দৃশ্যমান প্রজ্জ্বলন্ত আলোর আকার;
যেমন সূর্যকে দেখি চেতনার বহ্নিশিখাসম
তেমনি হৃদয়ে আঁকি মানব-আকার;
ভাস্কর্য সে-হৃদয়ের উষ্ণতার রূপ
ভেতরে বাইরে এক বহ্নিমান আলোর মশাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।